ঘেরাটোপ (পর্ব- ১০)
কফির পরিভাষা অনুযায়ী মোকা বলতে কড়া এসপ্রেসো শটস, তার উপরে ডার্ক চকোলেটের আস্তরণ। সবার উপরে দুধ আর ফেটানো ক্রিমের প্রলেপ। ঘুম তাড়ানোর জন্য তো উপযোগী বটেই, তাছাড়া ডার্ক চকোলেটের তিক্ত স্বাদ রীতিমতো নেশা তৈরি করে দেয়। আজকেও তাই মোকা নিয়েছিল সুবর্ণ। সে আজকের স্কুপটাকে নিয়ে ভাবছিল। যদিও হাতে সময় খুব কম। কাল সকালের মধ্যেই যদি বের করা না যায়, দুপুরের পরেই কিন্তু বিষয়টা আর স্কুপ থাকবে না। “উই আর গোয়িং টু পিক হিম আপ টুমরো, লেট আফটারনুন,” উর্দি পরা ভারিক্কি চেহারার মানুষটির স্পষ্ট কণ্ঠস্বর।
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 30 August, 2024 | 144 | Tags : The Siege Serialised Novelett series- ten